Kolkata

প্রাতঃভ্রমণকারীদের গায়ে গরম তেল, সল্টলেকে ধুন্ধুমার

Published by
News Desk

প্রজাতন্ত্র দিবসের সকাল। ছুটির আমেজ‌ে শুরু হওয়া দিনটায় অন্যান্য দিনের মতই প্রাতঃভ্রমণ করতে এসেছিলেন জনা ৪০ স্থানীয় বাসিন্দা। অধিকাংশই বয়স্ক মানুষ। সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ তাঁদের নিত্যদিনের কাজ। প্রাতঃভ্রমণ সেরে সিএফ ব্লকের একটি দোকানের কাছে ফুটপাতে বেঞ্চে বসে চা খাচ্ছিলেন সকলে। চলছিল টুকটাক গল্প। সূত্রের খবর, এরমধ্যেই রাস্তায় এক ইডলি, ধোসাওয়ালা গাড়ি এনে দাঁড় করান। প্রাতঃভ্রমণকারীদের কয়েকজন ইডলি খেতে সেই চলমান গাড়ির সামনে জড়োও হন। অভিযোগ ঠিক সেই সময়ে সামনের দোকানের মালিক বেরিয়ে এসে ইডলিওয়ালার ওপর চোটপাট শুরু করে। তার দোকানের সামনে থেকে গাড়ি সরানোর জন্য নির্দেশ দেয়। তাতেও কাজ না হওয়ায় তার ইডলির ব্যাটার রাখা জায়গাটি তুলে নিয়ে দোকানে ঢুকে যায়। এতে ক্ষুব্ধ প্রাতঃভ্রমণকারীরা জানতে চান কেন তাঁরা রাস্তায় দাঁড়িয়ে ইডলি কিনে খেতে পারবেননা! শুরু হয় দোকানের সামনে দাঁড়িয়ে দোকান মালিকের সঙ্গে তর্ক। তখন ওই দোকানের সামনেই দোকানের কচুরি ভাজা চলছিল। অভিযোগ যে কর্মচারি সেই কচুরি ভাজছিল সে হাতায় করে গরম তেল ছুঁড়ে দেয় ক্ষুব্ধ প্রাতঃভ্রমণকারীর গায়ে। ফুটন্ত তেলে পুড়ে যায় কারও গলা, কারও কাঁধ, কারও হাত, কারও মুখের কিছুটা। ভয়ংকর এই কাণ্ড দেখে তখন উল্টো দিক থেকে বেশ কয়েকজন স্থানীয় মানুষ ছুটে এসে দোকানে ভাঙচুর শুরু করেন। দ্রুত ১২ জন আহত প্রাতঃভ্রমণকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের পোড়া গুরুতর। পরে পুলিশ এসে দোকানের ২ কর্মচারিকে গ্রেফতার করে। বন্ধ করে দেওয়া হয় দোকান। ঘটনাকে কেন্দ্র সল্টলেকের সিএফ ব্লকে উত্তেজনার সৃষ্টি হয়।

 

Share
Published by
News Desk

Recent Posts