Kolkata

অর্ডিন্যান্স দফতরে আগুন

Published by
News Desk

শনিবার দুপুর ২টো। আচমকাই হাইকোর্টের কাছে অর্ডিন্যান্স দফতরের একতলা থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন সকলে। তখনই খবর যায় দমকলে। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শনিবার হওয়ায় অফিস বন্ধ ছিল। ফলে অফিসের বন্ধ জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকতে হয় দমকলকর্মীদের। কালো ধোঁয়ায় তখন আশপাশ ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন দমকলকর্মীরা। হাজির হয় আরও ৩টি ইঞ্জিন। এরপর ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে অফিসের সার্ভার রুমে আগুন লেগেছিল। আগুন লাগার কারণ এখনও অজানা।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts