Kolkata

সুদীপের পাশে থাকার বার্তা নিয়ে সিজিও কমপ্লেক্সে রাজ্যের নেতা-মন্ত্রীরা

Published by
News Desk

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পর এদিনই সিজিও কমপ্লেক্স থেকে ভুবনেশ্বর নিয়ে যাবে সিবিআই। তার আগে এদিন সন্ধে থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে ভিড় জমান তৃণমূল নেতা মন্ত্রীরা। একে একে হাজির হন, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসু, সব্যসাচী দত্ত, শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক সহ দলের প্রথম সারির নেতারা। সকলেই অপেক্ষা করতে থাকেন। ছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। চলতে থাকে স্লোগান। পরে ভিতরে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা। বাইরে বেরিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, সুদীপবাবু ভাল আছে, তাঁকে আত্মবিশ্বাসী দেখিয়েছে। এভাবে তাঁদের দলের নেতাদের আটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আটকানো যাবে না। অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সুদীপবাবুকে তিনি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে তাঁরা সকলেই সুদীপবাবুর পাশে আছেন। তাঁর পরিবারও তাঁর পাশেই আছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পার্থবাবু নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এদিকে বুধবার থেকে রাজ্যজুড়ে মিছিল করতে চলেছে তৃণমূল। এরমধ্যেই কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল মুখ্যমন্ত্রীকে ফোন করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts