Kolkata

আজই ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

Published by
News Desk

গ্রেফতারির ঠিক আগে মুখ্যমন্ত্রীকে এসএমএস করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এসএমএস-এ সুদীপবাবু লেখেন, তুমি বলেছিলে সুদীপদা বীরের মত যাবে, মা, মাটি, মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপর তাঁকে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবারই তাঁকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই আদালতে পেশ করা হবে তাঁকে। যেভাবে মাত্র পাঁচদিন আগে তৃণমূলের আর এক সাংসদ তাপস পালকে নিয়ে যাওয়া হয়েছিল। নিজেদের হেফাজতে নেওয়ার পর তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনাও রয়েছে সিবিআইয়ের।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts