Kolkata

নোট বাতিলের প্রতিবাদে পথে বিদ্বজ্জনেরা

Published by
News Desk

নোট বাতিলের পর কেটে গেছে ৫০ দিন। কিন্তু এখনও দুর্ভোগের হাত থেকে রেহাই পাননি আমজনতা। কবে এই দুর্ভোগ মিটবে তাও পরিস্কার করে বোঝা যাচ্ছেনা। এই অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার পথে নামলেন বিদ্বজ্জনেরা। গত বৃহস্পতিবার এই নিয়ে তাঁরা সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এদিন অবস্থানে অংশ নিলেন কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের সামনে। অবস্থানে অংশ নেন সুবোধ সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, কৌশিক গুপ্ত সহ অনেকে। রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অধিকর্তার হাতে তাঁদের বক্তব্য সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেন বিদ্বজ্জনদের একটি প্রতিনিধি দল। পরে তাঁরা যান নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে সুরাহা চেয়ে স্মারকলিপি দেন তাঁরা। এদিকে নোট বাতিলের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের কাছে একটি ১৬ দফা দাবি পেশ করেছে সিপিএম।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News