Categories: Kolkata

হোলির সকালে বড়বাজারে আগুন

Published by
News Desk

হোলির সকালে আগুন লেগে আতঙ্ক ছড়াল বড়বাজারে। বড়বাজারের একটি বহুতলে এদিন আগুন লেগে যায়। দমকলের ৮টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। স্থানীয় লোকজনের দাবি যেখানে আগুন লাগে সেটি একটি গুদামঘর। সেখানে শস্য মজুত করা ছিল। বাড়িটিতে বহু মানুষও বসবাস করেন। আগুনে বাড়িটির বড় ধরণের ক্ষতি হয়েছে। পুরনো বাড়ি। পাশাপাশি ঘরে বহু মানুষের বসবাস। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন স্থানীয়রা। এদিন আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় মানুষও।

Share
Published by
News Desk

Recent Posts