Kolkata

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রোজভ্যালি কাণ্ডে দলের ২ সাংসদকে তলব করল সিবিআই

Published by
News Desk

রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার ডাক পড়ল তাপস পালের। তৃণমূল সাংসদ তাপস পালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। রোজভ্যালির কাছ থেকে তাপস পাল দুবার মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। সূত্রের খবর, এমন প্রমাণ তাদের হাতে আছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল সাংসদ তাপস পালকে সিবিআইয়ের তলব অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এর আগে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও রোজভ্যালি কাণ্ডে ডেকে পাঠায় সিবিআই। লিখিতভাবে এবং মৌখিকভাবে, এই দুই ভাবেই তাঁকে ডেকে পাঠান হয়েছিল। যদিও সময়ের অভাবে তিনি যেতে পারছেন না বলে জানিয়েছিলেন সুদীপ। কিন্তু এদিন তাপস পালের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ফের ডেকে পাঠিয়েছে সিবিআই।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts