Kolkata

ফের পণের দাবিতে বধূহত্যার অভিযোগ, গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

Published by
News Desk

কয়েকমাস আগে বাগুইআটির মেয়ে মিষ্টির সঙ্গে বিয়ে হয় নিউটাউনের বিজনের। কিন্তু শুরুতেই স্বপ্নভঙ্গ। বিয়ের পর থেকেই নববধূর ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। চাহিদামত পণের দাবিতে চলত অকথ্য অত্যাচার। গত শনিবার তা এমন পর্যায়ে পৌঁছয়ে যে আর সহ্য করতে না পেরে বাপের বাড়ি ফিরতে চান মিষ্টি। গত রবিবার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপরই মিষ্টির পরিবারের লোকজন নিউটাউনে বিজনের বাড়িতে ভাঙচুর চালান। বাড়ি তছনছ করে দেওয়া হয়। মৃতার পরিবারের অভি‌যোগক্রমে বিজন, তার বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts