Kolkata

শ্যালকের হাতে জামাইবাবু খুন

Published by
News Desk

গত ২ ডিসেম্বর বাড়ি থেকে কাজে বার হয়েছিলেন মহম্মদ জুনেইদ। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না। পরে চিৎপুরে রেলের একটি পরিত্যক্ত গুদাম থেকে জুনেইদের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে জুনেইদের শ্যালক সুলতান ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, খড়দহ থেকে জামাইবাবুকে ডেকে এনে খুন করেছে সুলতান ও তার বন্ধু। পুলিশের কাছে একথা স্বীকার নিয়েছে সুলতান। বিয়ের পর থেকেই তার দিদির ওপর চরম অত্যাচার চালাত জামাইবাবু। মারের চোটে গর্ভে থাকা সন্তানও নষ্ট হয়ে যায়। দিদির ওপর এই অত্যাচারের প্রতিশোধ নিতেই এই খুন বলে পুলিশের কাছে স্বীকার করেছে মৃত মহম্মদ জুনেইদের শ্যালক সুলতান। জুনেইদের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই সুলতানের দিদি স্বামীর অত্যাচারের শিকার। সেকথা জানত সুলতান। তাই বন্ধুর সঙ্গে ফন্দি এঁটে রেলের একটি পরিত্যক্ত গুদামে ডেকে জামাইবাবুকে খুন করে তারা।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts