Kolkata

কলেজ নির্বাচনে নিরাপত্তা ও ঠিকঠাক ভোটের দাবিতে পথে এসএফআই

Published by
News Desk

অনেকদিন পর ফের রাস্তায় এসএফআই। গত বৃহস্পতিবারই বিভিন্ন কলেজে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এসএফআইয়ের দাবি, গতবারের ভোটে টিএমসিপি বিভিন্ন কলেজে গণ্ডগোল পাকিয়ে কলেজ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। এসএফআই সমর্থকদের মারধর করেছিল তারা। তাই এবার উপযুক্ত নিরাপত্তা ও ঠিকঠাক নির্বাচনের দাবিতে শুক্রবার লালবাজার অভিযানের ডাক দেয় বামপন্থী ছাত্রসংগঠনটি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে তারা লালবাজারের দিকে এগোনোর সময় বি বি গাঙ্গুলি স্ট্রিটে তাদের পথ আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ছাত্রদের। বেশ কিছুক্ষণ এমন চলার পর রাস্তায় বসে পড়ে অবস্থান শুরু করে ছাত্ররা। অন্যদিকে লালবাজারে তাদের একটি প্রতিনিধিদল গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসে।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts