Kolkata

দুটি বাসের রেষারেষি, মৃত প্রৌঢ়

Published by
News Desk

দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক প্রৌঢ়ের। মৃতের নাম রাজকুমার চৌবে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুই বাসেরই চালক পলাতক। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার বেলা ১১টা নাগাদ লেকটাউনের মনসা মন্দির স্টপেজের কাছে রাস্তা পার হচ্ছিলেন রাজকুমারবাবু। সেই সময় ২১৯/১ রুটের দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে তাঁর সামনে এসে পড়ে। একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান রাজকুমার চৌবে। পরক্ষণেই বাসের পিছনের চাকা তাঁর পেটের উপর দিয়ে চলে যায়। মৃতপ্রায় অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

Share
Published by
News Desk

Recent Posts