Kolkata

রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই

Published by
News Desk

রোজভ্যালি কাণ্ডে এবার ডাক পড়ল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, চিঠি পাঠিয়ে, মেল করে, ফোন করে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। সংসদ চলাকালীনই ফোন করা হয়েছিল। তখন সুদীপবাবু নাকি বলেন সংসদ শেষ হলে যোগাযোগ করবেন। কিন্তু সিবিআইয়ের দাবি তিনি তা করেননি। ফলে বাধ্য হয়েই সুদীপবাবুকে ফ্যাক্স করে ও ইমেল করে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁকে দেখা করতে বলেছে সিবিআই। এদিকে দলীয় সাংসদকে এভাবে ডেকে পাঠানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে নিজের ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিজেপি এসব করছে। যদিও তাতে নোট বাতিলের বিরুদ্ধে তাঁদের আন্দোলন থামবে না বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts