Kolkata

কলকাতার আকাশে আতসবাজির রোশনাই, পাড়ায় পাড়ায় বিজয় উৎসব

Published by
News Desk

টাইব্রেকারে রুদ্ধশ্বাস উত্তেজনায় গোটা কলকাতা তখন দুরুদুরু বুকে টিভির দিকে চেয়ে পলক ফেলছে না। হিউমের পেনাল্টি মিস করার পর পিন ড্রপ সাইলেন্স। আর তার ঠিক ৫ মিনিটের মধ্যেই সেই হতাশার মুখগুলো বদলে গেল উচ্ছ্বাসে। গোটা কলকাতা ঘর ছেড়ে বেরিয়ে এল রাস্তায়। পাড়ায় পাড়ায় এই শীতেও অনেকে বেরিয়ে পড়লেন উৎসবে মাততে। হাতে মশাল নিয়ে কেউ করলেন পাড়া ভ্রমণ। কলকাতার রাতের আকাশে তখন আলোর রোশনাই। আতসবাজিতে অকাল দিওয়ালি! অনেক জায়গায় কলকাতার জয়জয়কার করে বার হল কাঁসর ঘণ্টা নিয়ে মিছিল। এককথায় কলকাতার জয়ে আনন্দে ভাসল তিলোত্তমার রাজপথ থেকে অলিগলি। বাঙালির রক্তে যে এখনও ফুটবল কতটা জায়গা নিয়ে আছে তা এদিন রাতে বুঝিয়ে দিল কলকাতা। ফুটবলের কলকাতা আছে ফুটবলের কলকাতাতেই!

 

Share
Published by
News Desk

Recent Posts