Categories: Kolkata

দোলের ছন্দ কাটল দুর্ঘটনা, সংঘর্ষ

Published by
News Desk

দোলের আনন্দে কিছুটা হলেও ম্লান করল শহর জুড়ে কয়েকটি দুর্ঘটনা ও সংঘর্ষ। প্রিন্সেপ ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়  চালক ও  আরোহীর। বেলার দিকে শোভাবাজারের কাছে একটি মাটাডোরের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মাটাডোরের খালাসি ও অটোচালক সহ সাতজন আহত হন। পুলিশ সূত্রের খবর, মাটাডোরের চালক ও অটোচালক মত্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা ঘটে কোনা এক্সপ্রেসওয়েতে। এখানে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। লরির চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটেছে সল্টলেকেও। এখানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আহত হন চালক সহ সব আরোহী। পুলিশ সূত্রের খবর, গাড়িতে সকলেই মত্ত অবস্থায় ছিলেন।  দোলের দুপুরে মানিকতলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, দুই পক্ষই মত্ত অবস্থায় ছিল। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত অবস্থা আয়ত্তে আনে। দিনভর চলে পুলিশি টহল।ঘ ঘটনায় যুক্ত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts