Kolkata

রাজারহাটে কিশোরীকে ওলায় তুলে শ্লীলতাহানির অভিযোগ

Published by
News Desk

রাত তখন দেড়টা। শৌচকর্ম করতে বাড়ি থেকে বার হয় রাজারহাটের বাসিন্দা বছর ১৫-র এক কিশোরী। শীতের রাতে সেখানে দাঁড়িয়েছিল একটি ওলা। মধ্যরাতে সুনসান রাজারহাটে ওই কিশোরীকে একলা পেয়ে তাকে মুখ চেপে গাড়িতে তুলে নেয় এক যুবক। পুলিশের কাছে এমনই অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার। গাড়িতে আর এক যুবকও ছিল। এরপর সারারাত কোনও খোঁজ ছিলনা ওই কিশোরীর। গাড়ি তখন রাজারহাট, নিউটাউনের বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ গাড়িতেই ওই কিশোরীর শ্লীলতাহানি করে দুই যুবক। পরে ভোরের দিকে চিনার পার্কের কাছে তাকে নামিয়ে ওলা নিয়ে চম্পট দেয় তারা। সেখান থেকে এক ব্যক্তির ফোন চেয়ে বাড়িতে ফোন করে ওই বিধ্বস্ত কিশোরী। পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। পুলিশ সূত্রের খবর, মেয়েটিকে আগে থেকই চিনত ওই ওলা চালক। পরিচয়ের পর থেকেই মেয়েটির সঙ্গে সম্পর্ক বাড়ানোরও চেষ্টা করছিল সে। এদিনের ঘটনায় শ্লীলতাহানি ও অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।

 

Share
Published by
News Desk