Kolkata

শীতের ছুটিতে মাতোয়ারা কলকাতা

Published by
News Desk

শহরে তাপমাত্রায় সেভাবে শীত জাঁকিয়ে না পড়লেও দিনক্ষণের হিসাবে এখন ভরা শীতের মরসুম। ডিসেম্বর শেষের দিকে এগোচ্ছে। ফলে রবিবারে বাড়িতে থাকার কোনও মানেই হয়না। হলও তাই। বড়দিনের আগের রবিবারে শহরের বেড়ানোর জায়গাগুলোতে উপচে পড়ল ভিড়। সকাল থেকেই মানুষের ঢল নামে চিড়িয়াখানায়। টিকিট কাটার লাইনেই একটা বড় সময় কেটে যায় অনেকের। ভিড়ে চিড়িয়াখানা ছিল জনারণ্য। একই ছবি ভিক্টোরিয়ার। বিশাল প্রাঙ্গণেও ভিড় উপচে পড়ছে। ভিড় ময়দান থেকে শহরের বিভিন্ন পার্কে। কেউ ঘাসের ওপর বসে জমিয়ে আড্ডা দিয়েছেন। তো কেউ পিকনিকে ব্যস্ত। তো কেউ ছেলেমেয়ের সঙ্গে ফিরে গেছেন শৈশবে। সব মিলিয়ে শহর জুড়ে রবিবার কাটল শীতের ছুটির মেজাজে। এদিন আবার অনেকে মিলে বেরিয়ে পড়েন শহরের সীমানা ছাড়িয়ে চড়ুইভাতির টানে।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts