Kolkata

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিতৃত্বকালীন ছুটি

Published by
News Desk

মাতৃত্বকালীন ছুটি পান মায়েরা। কিন্তু সে অর্থে বাবাদের জন্য এমন কোনও সুযোগ সুবিধা ছিল না। এবার সেই সুযোগ দিল উচ্চ শিক্ষা দফতর। দফতরের তরফে এদিন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের জন্য একমাসের পিতৃত্বকালীন ছুটি ধার্য হয়েছে। সন্তানের জন্মের পর থেকে তার ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত ‌যেকোনও সময়ে এই ছুটি নিতে পারা যাবে। তবে প্রথম দুটি সন্তানের ক্ষেত্রেই এই নিয়ম বলবৎ হবে। তারপর কোনও সন্তান হলে তা এই নিয়মের আওতায় পড়বে না। অর্থাৎ এই সুযোগ ভোগ করতে পারা যাবে না।

 

Share
Published by
News Desk