Kolkata

জেশপ কাণ্ডে গ্রেফতার পবন রুইয়া

Published by
News Desk

জেশপ কারখানার কর্ণধার পবন রুইয়াকে দিল্লির সুন্দরপুর এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। তাকে কলকাতা নিয়ে আসছেন সিআইডি আধিকারিকরা। রেলের একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। সেই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বার বার সিআইডি পবন রুইয়াকে দেখা করার জন্য সমন পাঠায়। কিন্তু একবারও সেই সমনের উত্তর দেয়নি পবন রুইয়া। এরপর এদিন তাকে গ্রেফতার করে সিআইডি। ১০ ও ১৭ অক্টোবর পরপর জেশপ কারখানায় দুটি আগুন লাগার ঘটনা ও জেশপে জিনিসপত্র চুরির অভিযোগে সেখানে তদন্ত শুরু হয়। জেশপ কারখানায় বারবার হাজির হয়ে তদন্ত চালান সিআইডি আধিকারিকরা। এ সময়ে রেলের তরফেও অভিযোগ করা হয় জেশপ কারখানায় তারা ৫০ লক্ষ টাকার সামগ্রি পাঠিয়েছিল। তা আদৌ কারখানায় আছে, না গেছে তা তারা মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে জানতে চায়। গত ৪ নভেম্বর জেশপে সেসব জিনিসের বর্তমান পরিস্থিতি দেখতে রেলের একটি দলও হাজির হয় বন্ধ কারখানা চত্বরে। তারপরই রেলের অভি‌যোগক্রমে পবন রুইয়ার বিরুদ্ধে মামলা রুজু করে সিআইডি।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts