Kolkata

রাজ্যে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বামফ্রন্ট

Published by
News Desk

কেন্দ্রের নোট বাতিলের প্রতিবাদে রাজ্যে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিল বামফ্রন্ট। সোমবার বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। যে বন্‌ধকে রাস্তায় নেমে সমর্থন না করলেও নৈতিক সমর্থনের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিধানসভা ভোটের আগে যে সম্পর্ক রাজ্যে কংগ্রেস ও বামেদের মধ্যে তৈরি হয়েছিল তা যে এখনও অটুট তার প্রমাণ দিতেই কংগ্রেসের নৈতিক সমর্থন বলে কটাক্ষ করেছেন অনেকে।

এদিকে বন্‌ধের বিরোধিতা করেছে তৃণমূল। তাদের দাবি, এখন মানুষ যে সমস্যায় আছেন তার থেকে তাঁদের সুরাহা দেওয়ার চেষ্টা করতে হবে। বন্‌ধ করে তাঁদের সমস্যা আরও বাড়ানোর চেষ্টা তাঁরা মেনে নেবেন না। পাশাপাশি তৃণমূলের আরও দাবি, ওদিন নোট বাতিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের কথা আগেই ঘোষণা করেছিলেন। সেই মিছিল ভণ্ডুল করতেই বামেদের এই বন্‌ধের ডাক।

Share
Published by
News Desk