Kolkata

উড়ালপুলে উল্টে গেল বাস, মৃত কন্ডাক্টর

Published by
News Desk

সকাল ৯টা। যথেষ্ট ব্যস্ত বাঘাযতীন উড়ালপুল। আচমকাই সেখানে উল্টে যায় বেলুড়মঠমুখী একটি সাদা বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের কন্ডাক্টরের। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি গতিতে ছিল। হয়তো সেজন্যই নিয়ন্ত্রণ হারায় সেটি। যদিও বাসের টায়ার পুরানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

যখন বাসটি উল্টে যায় তখন তাতে জন ২০ যাত্রী চিলেন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। স্থানীয়রাই তাঁদের রাস্তার ধারে উল্টে পড়ে থাকা বাস থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কেন বাসটি উল্টে গেল তার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে দিনের ব্যস্ত সময়ে বাঘাযতীন উড়ালপুলে যানচলাচল ব্যাহত হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News