Categories: Kolkata

মহাসমারোহে পালিত ভগিনী নিবেদিতার ১৫০তম জন্মদিবস

Published by
News Desk

বাঙালি জীবনে ভগিনী নিবেদিতার প্রভাব এখনও অমলিন। শুক্রবার সেই ভগিনী নিবেদিতার ১৫০ তম জন্মদিবস পালিত হল শহরে। বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়িতে এদিন সকাল থেকে মানুষের ঢল নামে। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই পুণ্যতিথিতে তাঁর বাড়িতে হাজির হয়ে অনুষ্ঠানে যোগ দেন। বাড়িটিকে এদিন ফুল ও মালা দিয়ে সাজানো হয়েছিল সুন্দর করে।

অন্যদিকে বাগবাজারেই নিবেদিতা স্কুলেও এদিন নানা অনুষ্ঠানের মধ্যে দিতে পালিত হয় দিনটি। অন্যান্য বছরের মত সারদা মঠেও এদিন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্যুইটারে ভগিনী নিবেদিতার জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share
Published by
News Desk

Recent Posts