Categories: Kolkata

ডন বস্কোতে আগুন আতঙ্ক

Published by
News Desk

পার্ক সার্কাস ডন বস্কো স্কুলে তখন টিফিন টাইম। ফলে সব ছাত্রই তখন হুল্লোড় আর টিফিন খাওয়ায় ব্যস্ত। ঠিক সেই সময়েই স্কুলের ছাদে আগুন দেখতে পাওয়া যায়। মুহুর্তে ছড়িয়ে পড় আতঙ্ক। শুরু হয় হুড়োহুড়ি। খবর যায় দমকলে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এতটাই ঠিকঠাক যে দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। কোনও ছাত্রের সামান্যও আঘাত লাগেনি বলেও জানিয়েছে তারা। ছাদে ওয়েল্ডিংয়ের কাজ চললেও এখনও আগুন লাগার কারণ পরিস্কার নয়। এদিকে স্কুলে আগুন লাগার খবরে দ্রুত স্কুলে হাজির হন অভিভাবকরা। পরে যদিও সকলকে আশ্বস্ত করে স্কুল কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk

Recent Posts