Categories: Kolkata

জেশপ কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউটে

Published by
News Desk

জেশপ কাণ্ডে সংস্থার ৩ আধিকারিককে এদিন জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকরা। ভবানী ভবনে তাঁদের সকালেই ডেকে পাঠানো হয়। এঁদের মধ্যে সংস্থার সিইও অশোক আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে।

সিআইডি আধিকারিকরা জানতে পারেন এই অশোক আগরওয়ালের বিরুদ্ধে দমদম থানায় একাধিক মামলা রয়েছে। যারমধ্যে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলারও রয়েছে। পুলিশ তাঁকে বেশ কিছুদিন ধরে খুঁজছেও। এরপরই ভবানী ভবনের তরফে দমদম থানায় খবর দেওয়া হয়। এছাড়াও এদিন সংস্থার জেনারেল ম্যানেজার অন্য এক অশোক আগরওয়াল ও সংস্থার প্রাক্তন ফিনান্স আধিকারিক মহেশ গুপ্তাকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts