Categories: Kolkata

আবাসনের নিচে ছাত্রীর রক্তাক্ত দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published by
News Desk

দক্ষিণ কলকাতার নেতাজিনগরের তরুছায়া আবাসন। আবাসনে বহু পরিবারের বাস। এখানেই বাবা-মায়ের সঙ্গে চারতলার ফ্ল্যাটে থাকত অনুসূয়া মণ্ডল। সাউথ পয়েন্টের একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরীকেই মঙ্গলবার সকালে রক্তাক্ত অবস্থায় আবাসনের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। একটা ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে এসে তাঁরা দেখেন রক্তাক্ত অনুসূয়া পড়ে আছে কম্পাউন্ডে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের দাবি, অনুসূয়া প্রায়ই ছাদে উঠে রেলিংয়ে বসে গল্প করত। এভাবে ঝুঁকি নিয়ে বসতে গিয়েই কোনওভাবে টাল সামলাতে না পেরে সে পড়ে যায়, নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আবাসনের ছাদে অনুসূয়ার মোবাইল উদ্ধার হয়েছে। পুলিশ আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts