Categories: Kolkata

জেশপ কাণ্ডে বিপাকে রুইয়া

Published by
News Desk

জেশপ কাণ্ডে কারখানার মালিক পবন রুইয়ার জড়িত থাকার অভিযোগ প্রথম থেকেই সামনে আসছিল। সূত্রের খবর, এবার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি পবন রুইয়াকে সমন পাঠিয়ে ডেকে পাঠাতে চলেছে। এদিকে সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পর একের পর এক সন্দেহভাজনকে গ্রেফতার করছে তারা।

রবিবার রাতেও গ্রেফতার হয়েছে ৮ জন। কারখানার ২৮ নম্বর গেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সিআইডির অনুমান জেশপ কারখানা থেকে মালপত্র সরিয়ে নিয়ে যাওয়ার পিছনে কোনও বড় চক্রের হাত রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রেরই নাগাল পাওয়ার চেষ্টা চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা।

Share
Published by
News Desk

Recent Posts