Categories: Kolkata

নিরন্তর পর্যবেক্ষণে অভিষেক, অবস্থা স্থিতিশীল

Published by
News Desk

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এতবড় একটা দুর্ঘটনায় ট্র্মা তৈরি হয়েছে, তা থেকে জ্বর আসছে তাঁর। জ্বরের ওষুধও দেওয়া হয়েছে। এমনই জানালেন চিকিৎসকেরা। এদিকে বুধবার তাঁর এমআরআই করা হয়। তাতে তাঁর চোখের কোটরের হাড়ে চিড় রয়েছে বলে জানতে পেরেছেন চিকিৎসকেরা। তবে তা গুরুতর নয়। এখনই সেখানে অস্ত্রোপচার হবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এদিনও তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। অভিষেকের চিকিৎসার জন্য ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ড যাবতীয় রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করে চলেছেন।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts