Categories: Kolkata

বিপন্মুক্ত অভিষেক, চিড় ধরল হাড়ে

Published by
News Desk

চোখের তলার একটি হাড়ে চিড় ধরেছে। চোখ দিয়ে কিছুটা রক্তক্ষরণও হয়েছে। এর বাইরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। দেহে আর কোনও গুরুতর সমস্যা নেই। তবে তাঁকে ৭২ ঘণ্টা নজরদারিতে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার পর এমনই জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে এদিন ঘটনার খবর পেয়ে রাজ্যের প্রায় সব মন্ত্রী সহ তৃণমূলের বহু নেতানেত্রী বেলভিউতে পৌঁছন। প্রায় কেউই বাকি ছিলেন না। জেলাগুলি থেকেও নেতারা এসে হাজির হন হাসপাতালে। সন্ধেয় বেলভিউতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও অভিষেকের খোঁজখবর নেন। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে কথা বলেন পুলিশ কর্তাদের সঙ্গে। অন্যদিকে এদিন সন্ধেয় দুর্ঘটনাস্থলে হাজির হয় সিআইডি দল। আসেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। এটা নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে তা খতিয়ে দেখার চেষ্টা করেন তাঁরা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts