Categories: Kolkata

দুর্ঘটনার কবলে অভিষেক, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

মুর্শিদাবাদে অধীরগড়ে ভাঙন ধরানোয় তাঁর অবদান রয়েছে। এদিনও তিনি সেই মুর্শিদাবাদেই গিয়েছিলেন সভা করতে। সঙ্গে ছিলেন কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে নাম লেখানো মানস ভুঁইয়াও। সভা শেষে কলকাতা ফিরছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে সিঙ্গুরের কাছে তাঁর কনভয় আসতেই বিপত্তি। প্রবল গতিতে তাঁর গাড়ির সামনে থাকা নিরাপত্তারক্ষীদের কনভয়ের ধাক্কা লাগে একটি ব্রেকডাউন ভ্যানের সঙ্গে। পিছনে ছিল অভিষেকের গাড়ি। সেই গাড়িটাও একই গতিতে ছিল। সেটিও স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ হারায়। এবং উল্টে যায় পাশের জমিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় প্রবল আঘাত লাগে। দেহের বিভিন্ন জায়গায়ও আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে দ্রুত বেলভিউ নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানে আইটিইউ-র ২১৭ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে করা হয় সিটি স্ক্যান। তাঁর চিকিৎসায় বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়। তৃণমূল সাংসদের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপোও। খবর পাওয়ার পর উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তাঁর শারীরিক অবস্থায় খোঁজ নেন। এদিকে এই ঘটনায় অভিষেকের কনভয়ের সামনে থাকা নিরাপত্তারক্ষীদেরও আঘাত গুরুতর। দুটি গাড়িই দুমড়ে মুচড়ে গেছে। বিকেলে ঘটনাস্থলে হাজির হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts