Categories: Kolkata

অভিজাত ক্লাবে জুয়ার ঠেক, গ্রেফতার ৩২

Published by
News Desk

ক্যামাক স্ট্রিটের একটি অভিজাত ক্লাব। প্রতিদিনই লোকজনের আনাগোনা। ক্লাব যেহেতু, তাই সেখানে তাসের আড্ডাও বসত নিয়মিত। কিন্তু এই তাসের আড্ডার পিছনে আসলে চলত জুয়ার আসর। এভাবে ক্লাবে জুয়ার আসর চালানোর অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে শেক্সপিয়র থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, রাতেই ওই ক্লাবে আচমকা হানা দেয় পুলিশ। সামনে তাসের আড্ডা থাকলেও তার আড়ালে জুয়ার আসর চালানোর যাবতীয় সরঞ্জাম উদ্ধার করেছে তারা। ক্লাব থেকে নগদ সাড়ে ৬ লক্ষ টাকা ও ৫৫ হাজার টাকার টোকেনও উদ্ধার করেছে তারা। জুয়ার লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথিও পুলিশের হাতে এসেছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts