Categories: Kolkata

পঞ্চমীতেই ‘স্টেলমেট’ কলকাতা!

Published by
News Desk

মহালয়ার পর থেকেই কলকাতায় যানজট জটিল আকার নিচ্ছিল। চতুর্থী থেকে পুরোদমে ঠাকুর দেখা শুরু হয়ে যাওয়ায় যানজট ভয়ংকর চেহারা নেয়। আর পঞ্চমীর সকাল থেকে কার্যত অনেক রাজপথ অবরুদ্ধই হয়ে গেল ঠাকুর দেখার ভিড়ে। এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখার ভিড় উপচে পড়ে। ভিড়ের প্রথম গন্তব্যই ছিল দেশপ্রিয় পার্ক। গত বছরে সবচেয়ে বড় দুর্গা করলেও ভিড়ের জন্য এ পুজোয় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। এবার সেই দেশপ্রিয় পার্কে থিম হাজার হাত দুর্গা। ফলে এবারও বাজিমাত করেছে এই পুজো। পঞ্চমীর সকালেই যেভাবে যেখানে ভিড় বেড়েছে এবং যেভাবে দেশপ্রিয় পার্ক সহ গোটা গড়িয়াহাট চত্বর যানজটের কবলে চলে গেছে তাতে এবারও প্রমাদ গুনছেন দর্শনার্থীরা। এদিকে সুরুচি সংঘের ভিড়ের চাপ স্তব্ধ করে দিয়েছে নিউ আলিপুর চত্বর। এছাড়া শরৎ বোস রোড, পার্ক সার্কাসেও বেলা বাড়ার পর থেকে গাড়ি প্রায় নড়ছে না বললেই হয়। উত্তরের অবস্থা অতটা ভয়ানক না হলেও যানজটে বিপর্যস্ত বিটি রোড। শিয়ালদহ, এপিসি রোডেও গাড়ি চলছে মন্থর গতিতে। মানিকতলা, শ্যামবাজারেও গাড়ির লম্বা লাইন। পঞ্চমীর সকালেই যদি এই অবস্থা হয় তবে গোটা পুজোয় কী হবে তা ভেবেই আতঙ্কিত শহরবাসী।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts