Categories: Kolkata

ট্যাংরায় ভয়াবহ আগুন

Published by
News Desk

পঞ্চমীর দুপুরে আগুন লাগল ট্যাংরার চায়না টাউন সংলগ্ন একটি গ্যাস সিলিন্ডারের গুদামে। পুলিশ সূত্রের খবর, গুদামটি বেআইনি। এখানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করা হত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। চলত কাটা তেলের ব্যবসাও। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেয় গুদামে পরপর হওয়া বিস্ফোরণ। দমকলের দাবি, গুদামে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত থাকায় সেগুলি ফেটে বিস্ফোরণ হতে থাকে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। বেলা ১টা নাগাদ যখন গুদামে আগুন লাগে তখন গুদামে কাজ হচ্ছিল। আগুন দ্রুত ছড়ানোয় কয়েকজন কর্মী বার হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৩ ঘণ্টার চেষ্টায় দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে হাজির হন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। এদিকে খবর পাওয়ার পর সেখানে হাজির হন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। গুদামটি সম্বন্ধে তিনি খোঁজ খবর করবেন বলে জানান স্বর্ণকমলবাবু।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts