Categories: Kolkata

চতুর্থী থেকেই যান নিয়ন্ত্রণে কড়া কলকাতা পুলিশ

Published by
News Desk

পুজো যত এগোচ্ছে ততই বেহাল হচ্ছে রাস্তার অবস্থা। বিভিন্ন রাস্তায় গাড়ি চলছে শম্বুক গতিতে। আধঘণ্টার পথ পার করতে লেগে যাচ্ছে একঘণ্টার ওপর। এই অবস্থায় যান নিয়ন্ত্রণে চতুর্থী থেকেই কড়া হচ্ছে কলকাতা পুলিশ। যান চলাচল স্বাভাবিক রাখতে বুধবার বিকেল থেকেই কলকাতার রাস্তায় নেমে পড়ছেন তাঁরা। শহরের রাস্তায় বড় লরি ঢোকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। পঞ্চমীর বিকেল থেকে নিয়ন্ত্রিত হতে চলেছে অটোর চলাচলও। শহরের কোনও বড় রাস্তায় বিকেল ৪টের পর অটো চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ। মাথায় হেলমেট না পড়ে বাইক চালাতে দেখলেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। ট্রাফিক আইন ভাঙলে গাড়িও বাজেয়াপ্ত হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts