Categories: Kolkata

ভোটের মুখে ধরপাকড়ে জোর

Published by
News Desk

অস্ত্র আদানপ্রদানের সময় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের কলেজ স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়। জোড়াসাঁকো থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ফলের বাক্সে লুকিয়ে পাচার করা হচ্ছিল ২টি পাইপগান ও ৮টি কার্তুজ। চলন্ত বাসে চলছিল এই আদানপ্রদান। ৩ দুষ্কৃতী ও বাসের কন্ডাক্টারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রচক্রের সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে নিউটাউনের সুলংগুড়ি এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts