Categories: Kolkata

এন্টালি গণধর্ষণ কাণ্ড, গ্রেফতার ১

Published by
News Desk

এন্টালি গণধর্ষণ কাণ্ডে ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাবাই দাস। বাকিদের খোঁজে তল্লাশি জারি আছে। পুলিশ সূত্রের খবর, গত বুধবার রাতে এন্টালির এক তরুণী গিয়েছিল মেলা দেখতে। সঙ্গে ছিল তার এক বান্ধবী। অভিযোগ, মেলাতেই কয়েকজন যুবক তাকে মুখ চেপে তুলে নিয়ে যায়। তারপর এন্টালি থেকে ওই তরুণীকে নিয়ে তারা হাজির হয় তপসিয়ার একটি নির্মীয়মাণ বহুতলে। সেখানেই রাতভর দফায় দফায় ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। সকালে তাকে ফেলে পালায় অভিযুক্তেরা। এরপরই অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি। তাতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ জন অভিযুক্তকে হাতে পেল পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts