Categories: Kolkata

কলেজ ছাত্রীর গালে ব্লেড চালাল যুবক

Published by
News Desk

বরানগরে এক কলেজ ছাত্রীর গালে ব্লেড চালিয়ে পালাল এক যুবক। বৃহস্পতিবার রাত ৯ টা ৫০ নাগাদ ওই কলেজ ছাত্রী বাড়ি ফিরছিলেন। অভিযোগ ঠিক তখনই বরানগরের জনবহুল রাস্তায় তাঁর গালে আচমকা ব্লেড চালায় এক সাইকেল আরোহী যুবক। ব্লেড চালিয়েই চম্পট দেয় সে। বরানগর থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার পিছনে প্রণয়ঘটিত কোনও কারণ লুকিয়ে নেই। নিছক ছিনতাই করতেই ওই অজ্ঞাত পরিচয় যুবক এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts