Categories: Kolkata

সিগনাল মানল না অটো, মৃত কলেজ ছাত্রী

Published by
News Desk

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। সাতসকালে কলকাতার বুকে এমন এক মর্মান্তিক ঘটনায় ফের একবার কাঠগড়ায় অটোর বেপরোয়া মনোভাব। ট্রাফিক সিগনাল না মেনে দিক্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটা অনেক রুটেই অটোচালকের দৈনন্দিন অভ্যাস। তারই মাশুল দিতে হল এক সদ্য যুবতীকে।

সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে একটি অটো ছুটে আসছিল। সামনে অরবিন্দ সরণী ও রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং। অভিযোগ সিগনাল না থাকা সত্ত্বেও অটো চালক ঝড়ের গতিতে অটো নিয়ে ক্রসিং পার করতে যান। তখনই একটি বাসে ধাক্কা লাগে অটোটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়পুরিয়া কলেজের ছাত্রী পূজা পালের। গুরুতর আহত অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয় অটো চালক সহ ৪ জনকে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts