Categories: Kolkata

জামিনে মুক্ত অনিন্দ্য

Published by
News Desk

গ্রেফতারির ৬১ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেন সল্টলেকে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। গ্রেফতারের ৬০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় তাঁকে জামিন দেয় বিধাননগর আদালত। গত ১২ জুলাই অনিন্দ্যকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে দমদম সেন্ট্রাল জেলেই বন্দি ছিলেন তিনি। এদিকে ৬০ দিন পরেও কেন অনিন্দ্যর বিরুদ্ধে কোনও চার্জশিট পুলিশ পেশ করতে পারল না তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে পুলিশের দিকে আঙুল তুলতে শুরু করেছেন অনেকেই।

Share
Published by
News Desk

Recent Posts