Categories: Kolkata

শিক্ষকের দাদাগিরি, অন্য শিক্ষককে প্রহারের অভিযোগ

Published by
News Desk

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল আর এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদমের মতিলাল বিদ্যায়তন স্কুলে। ঘটনায় জখম হয়েছেন শিক্ষক কনিষ্ক ভট্টাচার্য। প্রাথমিক চিকিৎসার পর দিনেশবাবুর বিরুদ্ধে কনিষ্কবাবু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দিনেশবাবুকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। প্রসঙ্গত, কনিষ্কবাবুর দাবি, এর আগেও অভিযুক্ত শিক্ষক দিনেশ রায় প্রামাণিক স্কুলে মারামারির চেষ্টা করেছেন। স্কুলের কাজ নিয়ে এদিন কথা হচ্ছিল কনিষ্কবাবু ও দিনেশবাবুর মধ্যে। অভিযোগ কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ের পর একটি উইকেট নিয়ে কনিষ্কবাবুর ওপর ঝাঁপিয়ে পড়েন দিনেশবাবু। পরে হাফ ছুটি নিয়ে স্কুল থেকে বেরিয়ে যান অভিযুক্ত শিক্ষক। গোটা ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল পরিচালন সমিতি।

Share
Published by
News Desk

Recent Posts