Categories: Kolkata

ফের শহরে স্কুল বাস দুর্ঘটনা

Published by
News Desk

শুক্রবার সকালে ১২ জন পড়ুয়াকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুল বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইপাসে রুবি মোড়ের কাছে আচমকা বাঁক নিয়ে এগোনোর চেষ্টা করে বাসটি। তখনই সেটি পাশের নরম মাটির ওপর চলে যায়। টানা বৃষ্টিতে মাটি যথেষ্ট নরম ছিল। ফলে তখনই বাসের সামনের অংশ মাটিতে বসে যায়। আতঙ্কে চেঁচিয়ে ওঠে পড়ুয়ারা। দ্রুত আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। পড়ুয়ারা অক্ষতই ছিল। এই ঘটনায় বাসের চালকের দিকে আঙুল তুলেছেন সকলে। অন্যদিকে আতঙ্কিত অভিভাবকদের বক্তব্য তাঁরা ভরসা করে স্কুল বাস বা পুলকারের চালকের হাতে সন্তানকে ছেড়ে দেন। সেখানে নিত্যদিন যেভাবে বিভিন্ন জায়গা থেকে স্কুল বাস বা পুলকার দুর্ঘটনার খবর আসছে তাতে রীতিমত আতঙ্কিত তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts