Categories: Kolkata

ট্রেলার উল্টে মৃত চালক

Published by
News Desk

ট্রেলার উল্টে মৃত্যু হল ১ জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তারাতলার জিঞ্জিরাবাজারে। স্থানীয়দের দাবি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ট্রেলারটি। ট্রেলারের তলায় চাপা পড়ে আহত হন ট্রেলারের চালক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে হাজির হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁরাই প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় ট্রেলারটিকে সরিয়ে নিয়ে যান। এদিকে ব্যস্ত সময়ে এমন এক ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। প্রবল যানজটের কবলে পড়েন মানুষজন।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts