Categories: Kolkata

আবেশ মৃত্যু রহস্য, লালবাজারে ফের বন্ধুদের তলব

Published by
News Desk

কিশোর আবেশ দাশগুপ্তের মৃত্যু রহস্যের কিনারা করতে রবিবার ফের লালবাজারে তার বন্ধুদের তলব করলেন তদন্তকারী আধিকারিকরা। ১০ জন বন্ধুকে এদিন তলব করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, তাদের বয়ানে অসঙ্গতি মেলায় তাদের ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এছাড়া বালিগঞ্জের যে বহুতলে আবেশের মৃত্যু হয় সেই বহুতলের ৩ নিরাপত্তারক্ষীকেও তবল করেছে লালবাজার। আবেশের মৃত্যুকে দুর্ঘটনার তকমাই এখনও পর্যন্ত দিয়ে এসেছে লালবাজার। কিন্তু এটাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ আবেশের পরিবার। আবেশের পরিবারের সঙ্গে সঙ্গে এই মৃত্যুর সুবিচারের দাবিতে শনিবার বিকেলে শহরের রাস্তায় মৌন মিছিলও হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই মৃত্যুর সুবিচার প্রার্থনা করেছেন আবেশ মা। আবেশের মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে বার করা হবে বলে তাঁদেরকে আশ্বস্তও করেন মুখ্যমন্ত্রী। এদিকে যে সিসিটিভি ফুটেজ পুলিশ আবেশের পরিবারের হাতে তুলে দিয়েছে তাতে ২২ সেকেন্ডের ফুটেজ নেই। যে ছবি ধরা পড়েছে তাতেও আবেশের মৃত্যু দুর্ঘটনার ফলে হয়েছে এমন কিছু প্রমাণ হচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার। এই অবস্থায় এদিনের তলবকে গুরুত্বের চোখেই দেখছেন সকলে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts