Categories: Kolkata

আবেশ মৃত্যু রহস্য, এখনও অন্ধকারে পুলিশ

Published by
News Desk

আবেশ দাশগুপ্তের রহস্য মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আরও ১ মদ বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। অপ্রাপ্তবয়স্কদের মদ বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ৪ জন মদ বিক্রেতা এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। এদিকে এদিনও আবেশের কয়েকজন বন্ধুকে ফের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় ফের তাদের তলব করা হয়েছিল। এদিকে এখনও আবেশের কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা কাটছে না পুলিশের। তবে তদন্ত চলছে। এদিনও ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts