Categories: Kolkata

আবেশের রহস্য মৃত্যু, গ্রেফতার ৩

Published by
News Desk

সানি পার্কের বহুতলে আবেশ দাশগুপ্ত মৃত্যু রহস্যের তদন্তে নেমে বুধবার ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে ২ জন মদের দোকানের মালিক। অন্যজন ওই মদের দোকানের কর্মচারি। ১৮ বছরের কম বয়সীদের মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। কিশোর আবেশ ও তার বন্ধুরা ঘটনার দিন মদ্যপান করেছিল। আবেশের বগলের কাছে যে কাচের বোতলের অংশ ঢুকে যায় সেই বোতলটাও মদেরই বোতল ছিল। কিন্তু ওই কিশোরদের হাতে মদ এল কোথা থেকে? তদন্তে নেমে যে মদের দোকান থেকে আবেশরা মদ কিনেছিল সেই দোকানটি খুঁজে বার করে পুলিশ। তারপর ১৮ বছরের কম বয়সীদের মদ বেচার অভিযোগে দোকানের সঙ্গে যুক্তদের গ্রেফতার করা হয়। এদিকে এদিনও আবেশের মৃত্যু রহস্যের কিনারা করতে দফায় দফায় তার বন্ধুদের লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যে বহুতলের পার্কিং লটে আবেশের মৃত্যু হয় সেই আবাসনের অ্যাসোসিয়েশনের সভাপতি কিশোর ভিমানি। তাঁকেও এদিন লালবাজারে ডেকে কথা বলেন আবেশ তদন্তে তৈরি বিশেষ তদন্তকারী দল। এদিকে আবেশের বন্ধুদের মোবাইল ফোন এদিন বাজেয়াপ্ত করে সেগুলির ফরেনসিক পরীক্ষা শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts