Categories: Kolkata

জটিল হচ্ছে আবেশ মৃত্যু রহস্য

Published by
News Desk

বালিগঞ্জে আবেশ দাশগুপ্তের মৃত্যু রহস্য ক্রমশ জটিল হচ্ছে। পুলিশ এদিন আবেশের ২ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে। লালবাজারে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। রক্তাক্ত অবস্থায় আবেশকে ছেড়ে এই ২ বন্ধুই সানি পার্কের ওই পার্টি থেকে আচমকা পালিয়ে যায়। ডাকা হয় আবেশের এক বান্ধবীকেও। এদিকে পুলিশ এখনও এই ঘটনাকে দুর্ঘটনা বলেই মনে করছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও এদিন বহুতলের পার্কিং লটের বেশ কিছু জায়গা অত্যন্ত পিচ্ছিল বলে জানিয়ে দুর্ঘটনার তত্ত্বকেই সামনে আনছেন। তবে আবেশের মৃত্যুকে দুর্ঘটনা হিসাবে মানতে নারাজ তার পরিবারের লোকজন। তাঁদের প্রশ্ন, যদি এটা দুর্ঘটনাই হত তাহলে আবেশের দেহে এতগুলো ক্ষতচিহ্ন এল কোথা থেকে? কেনই বা যে বোতল থেকে আবেশের বগলের অ্যাক্সিলারি আর্টারি কেটে যায় সেই বোতলটাই পা দিয়ে নষ্ট করার চেষ্টা করা হল? এমন নানা প্রশ্ন সামনে তুলে আনছেন তাঁরা। পুলিশও যে দুর্ঘটনার তত্ত্বে নিঃসন্দেহ তা নয়। এদিন বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকে পাঠানো হয় লেখক অমিত চৌধুরীকে। সঙ্গে তাঁর মেয়েও ছিল। তারই জন্মদিনের পার্টিতে আবেশ ও তার বন্ধুরা একত্রিত হয়েছিল।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts