Kolkata

মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবভারতীতে উড়ল চেয়ার, মাঠে ঢুকে পড়লেন বহু মানুষ

লিওনেল মেসি কলকাতায়। যুবভারতীতে ছিল তাঁর অনুষ্ঠান। যাকে ঘিরে এমন কাণ্ড ঘটল যা হয়তো সুখস্মৃতি হবেনা মেসির জন্য। মেসি ও ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী।

ফুটবলের যুবরাজ শনিবার সকালে হাজির হন যুবভারতীতে। এই কলকাতার মাঠে পা পড়েছে পেলে ও মারাদোনার। বর্তমান প্রজন্মের কিংবদন্তী ফুটবলার মেসির এবার পা পড়ল যুবভারতীর ময়দানে।

শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি হাজির হন সেখানে। তাঁকে একবার চোখের দেখা দেখতে যুবভারতীতে অনেকেই টিকিট কেটে হাজির হয়েছিলেন। এমনকি এই টিকিট ঘিরে কালোবাজারির অভিযোগ উঠেছিল।

মেসি যুবভারতীতে প্রবেশের পর গ্যালারি থেকে তাঁকে দেখার চেষ্টা করছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু অনেকে মেসিকে ঘিরে থাকায় তাঁকে সেভাবে দেখা যাচ্ছিল না। ফলে গ্যালারি থেকে চিৎকার শুরু হয়। তাঁরা মেসিকে দেখতে চান সেটা বুঝিয়ে দেন দর্শকরা। উত্তাপ বাড়তে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যেই মেসি যুবভারতী থেকে বেরিয়ে যান। মেসি বেরিয়ে যেতেই শুরু হয় যুবভারতীর গ্যালারি থেকে চেয়ার বর্ষণ।

যুবভারতী স্টেডিয়ামকে আধুনিক রূপ দিতে নতুন ধরনের চেয়ার লাগানো হয়েছে। সেই চেয়ারগুলি উপড়ে নিয়ে ছুঁড়তে থাকেন ক্ষুব্ধ দর্শক ও ফুটবলপ্রেমীরা।

এখানেই শেষ নয়, অনেকে এরপর মাঠের বেড়া ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়েন। ছিঁড়ে দেওয়া হয় গোলপোস্টের জাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ব়্যাফ আপ্রাণ চেষ্টা চালায়।

একথা জানার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জন্য মেসি ও ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনায় তিনি যে স্তম্ভিত সে কথাও লেখেন মুখ্যমন্ত্রী। জানান এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় যুক্তদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। তবে যে ঘটনা ঘটল তা মোটেও মেসির কলকাতা সফরের স্মৃতির জন্য সুখকর হল না।

News Desk

পেঁয়াজ আর রসুনই যত নষ্টের গোড়া, শেষ হয়ে গেল ২২ বছরের বৈবাহিক সম্পর্ক

২২ বছর একসঙ্গে কাটানোর পর অবশেষে তাঁরা বৈবাহিক সম্পর্ক ছেদ করে আলাদা হয়ে গেলেন। আর…

December 13, 2025

প্রেমিকের স্ত্রীর নজর এড়াতে বাড়ির ১১ তলার কার্নিশে ঝুলে রইলেন তরুণী

প্রেমিকের সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে কাটানোর সময় প্রেমিকের স্ত্রী এসে পড়েছিলেন। তাঁর নজর এড়াতে জীবন বাজি…

December 13, 2025

নজরদারি বাড়াতে সূর্যের হাত ধরে স্থল ও আকাশকে একসঙ্গে কাজে লাগাচ্ছে রেল

যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওভাবেই আপস করা হবেনা। সেই লক্ষ্যে এবার নতুন উদ্যোগের পথে হাঁটল ভারতীয়…

December 13, 2025

চাহিদা বেড়েই চলেছে, বিক্রিও অনেক, তবু চিন্তায় রাতের ঘুম উড়েছে সাবান পাথর শিল্পীদের

সাবান পাথর দিয়ে তৈরি বাসনপত্রের চাহিদা বেড়েই চলেছে। ফলে এই সাবান পাথরের বাসন তৈরির সঙ্গে…

December 13, 2025

গান গায় মরুভূমির বালি, এমন জায়গাও রয়েছে এই পৃথিবীতে

পৃথিবীজুড়ে যে কত আশ্চর্যের মেলা তা গুনে শেষ করা যায়না। এ মানুষ সৃষ্টি করেনি। প্রকৃতির…

December 13, 2025

তুষারপাত কাজে লাগিয়ে চোরাশিকারিদের দৌরাত্ম্য রুখতে হিমালয়ের জঙ্গলে অভিনব পদক্ষেপ

হিমালয়ের দুর্গম অঞ্চলে তুষারপাতের ফলে তৈরি হওয়া প্রতিকূলতাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায় চোরাশিকারিরা। গহন জঙ্গলে…

December 13, 2025