Kolkata

কলকাতার আকাশে রহস্যময় আলো, অনেকগুলি ড্রোন এসে উড়ে গেছে বলে সন্দেহ

কলকাতার আকাশে এসব কেউ দেখেছেন কিনা সন্দেহ। সেই কলকাতার রাতের আকাশে দেখা গেল অনেকগুলি রহস্যময় আলো। যেগুলিকে প্রাথমিকভাবে ড্রোন বলেই সন্দেহ করা হচ্ছে।

Published by
News Desk

মঙ্গলবার ও বুধবারের মাঝের রাত। গভীর রাতে বিষয়টি নজরে পড়ে পুলিশের। আকাশে উড়ছে অনেকগুলি রহস্যময় আলো। যেগুলি মহেশতলা ও বেহালার দিক থেকে উড়ে আসে। সেই আলো মূলত দেখা গেছে মধ্য কলকাতার আকাশে।

আলোগুলি দেখেই সে বিষয়ে পুলিশের তরফে সব থানাকে সতর্ক করা হয়। খবর যায় ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কাছেও। ওই আলোগুলো ড্রোনের আলো বলেই সন্দেহ করছে ভারতীয় সেনা। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছেনা।

আকাশে উড়তে থাকা বস্তুতে যে আলো দেখতে পাওয়া যায়, যেভাবে দেখতে পাওয়া যায় তা ড্রোনের বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু সেগুলি এল কোথা থেকে? কে বা কারা সেটা পাঠাল?

কেন অত রাতে সেগুলি আকাশে ঝাঁক বেঁধে উড়ে গেল? এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা শুরু হয়েছে। ১০ থেকে ১৫ বার সেগুলি মধ্য কলকাতার আকাশে চক্কর দেয়।

পরে ২টি আলো উত্তর কলকাতার দিকে এবং ২টি আলো পূর্ব কলকাতার দিকে চলে যায়। যদি সেগুলি ড্রোনই হয় তাহলেও সেগুলি সংখ্যায় ঠিক কটা ছিল তা পরিস্কার নয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এমন আলো কলকাতার আকাশে দেখা যায়না। তাই বিষয়টি নিয়ে চিন্তা। তবে এ নিয়ে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেই মনে করছে পুলিশ। এ নিয়ে কোনও গুজব ছড়ানোর যেন চেষ্টা না হয়, সে বিষয়ে সতর্ক করেছে সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts