Kolkata

প্রাক্তন প্রেমিকাকে ৩০০টি উপহার পাঠিয়ে শ্রীঘরে গেলেন প্রেমিক

তাঁদের প্রেমের সম্পর্কে ভেঙে গিয়েছে। তাঁরা একে অপরের কাছে এখন প্রাক্তন। সেই প্রাক্তন প্রেমিকাকে ৩০০টি উপহার পাঠিয়েছিলেন প্রেমিক। তারপরটা বেশ নাটকীয়।

Published by
News Desk

তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নদিয়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে লেকটাউনবাসী তরুণীর প্রেম কিন্তু টেকেনি। তার কারণ হিসাবে প্রেমিকার সারাক্ষণ উপহার চাওয়াকেই দায়ী করা হচ্ছে। অভিযোগ যে ওই তরুণী সারাক্ষণ তাঁর প্রেমিকের কাছে উপহার চাইতেন।

অনেক সময় সেই উপহার দেওয়া ওই যুবকের পক্ষে সম্ভব হতনা। সেখান থেকেই মনোমালিন্যের শুরু। যা একসময় ব্রেকআপ বা সম্পর্ক ছেদের পথে নিয়ে যায় ২ জনকে। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ভেঙে যায়।

সারাক্ষণ উপহার চেয়ে উত্যক্ত করতেন ওই তরুণী। যা মাথায় ছিল তাঁর সদ্য প্রাক্তন প্রেমিকের। তিনি তাই এক অদ্ভুত কাণ্ড ঘটান। কার্যত প্রতিশোধ নিতেই এমন এক পদক্ষেপ।

২ জনের সম্পর্কে ছেদ পড়ার পর ওই তরুণী কিছুদিনের মধ্যেই দেখেন তাঁর অফিসের ঠিকানায় একের পর এক উপহার আসছে তাঁর নামে। তিনি তো অবাক।

অনলাইনে এত উপহার কোথা থেকে আসছে? তাও আবার ক্যাশ অন ডেলিভারি। মানে ওই উপহার যেগুলি আসছে সেগুলির দাম ওই তরুণীকেই মেটাতে হবে।

একটাও অর্ডার না করেই তিনি দেখেন প্রায় ৩০০টি উপহার তাঁর কাছে এসে হাজির। মাথায় হাত পড়ে তরুণীর। তিনি সাফ জানিয়ে দেন এর একটিও অর্ডার তাঁর করা নয়। তাই তিনি সেগুলি নেবেন না।

সেই সঙ্গে তিনি পুলিশেও অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে তরুণীর প্রাক্তন প্রেমিকই প্রাক্তন প্রেমিকাকে সায়েস্তা করতে অনলাইনে অর্ডার করে পাঠিয়ে দিয়েছেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে আদালতে পেশ করা হলে জামিনে ছাড়া পান ওই যুবক।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts