Kolkata

রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে আসন্ন বাজেটে বাড়তে পারে ডিএ

সামনেই রাজ্য বাজেট। সেই রাজ্য বাজেটে বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা। কত বাড়তে পারে ডিএ।

Published by
News Desk

রাজ্য বিধানসভায় আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন। ওই সময় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। মনে করা হচ্ছে এটাই আগামী বছর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে।

এই বাজেটেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্যসরকার। রাজ্য অর্থ দফতর সূত্রের ভিত্তিতে সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, এই ডিএ বৃদ্ধির হার ৬ শতাংশ পর্যন্ত হতে পারে।

এবার জানুয়ারি মাসে কোনও ডিএ ঘোষণা হয়নি। ফলে রাজ্য সরকারি কর্মচারিদের মনে এই আশঙ্কা তৈরি হয়েছিল যে আদৌ তাঁরা এ বছর কোনও ডিএ পাবেন কিনা। তবে সেই জল্পনায় হয়তো জল ঢালতে চলেছে আসন্ন বাজেট।

যদিও কোনও ডিএ ঘোষণা হয়নি। বাজেটে ডিএ ঘোষণা করা হবে এমনটাও সরকারি তরফে ঘোষণা করা হয়নি। তবে সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী এবার রাজ্য বাজেট রাজ্য সরকারি কর্মচারিদের মুখে হাসি ফোটাতে পারে। যদিও কেন্দ্রের সঙ্গে তার পরেও বিস্তর এক ফারাক রাজ্য সরকারি কর্মচারিদের প্রাপ্ত মহার্ঘ ভাতার মাঝে থেকে যাবে।

যেহেতু ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই এবার অনেক জনকল্যাণমূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যয় বরাদ্দ ঘোষণা হতে পারে বাজেটে।

এবার বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে মহিলা ও যুবক যুবতীদের জন্য বিভিন্ন প্রকল্পে ব্যয়বরাদ্দ ঘোষণা। আসন্ন রাজ্য বাজেটের দিকে তাই নজর থাকবে রাজ্য সরকারি কর্মচারি থেকে রাজ্যবাসী সকলের।

Share
Published by
News Desk

Recent Posts