ফাইল : কলকাতার ডোরিনা ক্রসিংয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ছবি - আইএএনএস
আরজি কর কাণ্ডের পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে। কলকাতার রাজপথ সরগরম হয়েছিল তাঁদের প্রতিবাদ ও ন্যায় বিচারের সোচ্চার আবেদনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই লাগাতার আন্দোলন কিছুটা হলেও স্তিমিত হয়েছিল।
তবে ফের চিকিৎসকেরা আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন। অভয়ার জন্য ন্যায় বিচার চেয়ে তাঁদের বিক্ষোভ অব্যাহত। তার আগে তাঁরা এই দাবিতে অনশন আন্দোলনও করেন।
মঞ্চ বাঁধা হয়েছিল ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। সেখানে চিকিৎসকদের সেই অনশন আন্দোলনে শামিল হন বহু সাধারণ মানুষ। এবার সেই ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে অভয়া ক্রসিং করার দাবি তুললেন তাঁরা।
চিকিৎসকেরা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ বিষয়ে আবেদনও করেছেন। সংবাদ সংস্থা আইএএনএস এমনই জানাচ্ছে।
অভয়া নামটা এখন একটা প্রতীকে পরিণত হয়েছে। যার মধ্যে লুকিয়ে আছে বিচার সুরক্ষা ও সম্মানের দাবি। তাই সেই অভয়া নামকে সামনে রেখেই ডোরিনা মোড়ের নাম অভয়া ক্রসিং করতে চাইছেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত ডোরিনা ক্রসিং ধর্মতলার এমন এক স্থান যা প্রতিবাদের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। এখানেই নানা সময়ে নানা প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। কলকাতা তোলপাড় হয়েছে সেসব আন্দোলনে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানকেই তাই প্রতিবাদ জানানোর সবচেয়ে বড় কেন্দ্র বলে মনে করা হয়। এখনও চিকিৎসকেরা সেই ডোরিনা ক্রসিংয়েই আন্দোলন চালাচ্ছেন। অভয়া কাণ্ডের প্রমাণ লোপাটের চেষ্টায় অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারার বিরুদ্ধেই প্রতিবাদে সোচ্চার চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা