Kolkata

আরজি কর কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি

আরজি কর কাণ্ডে এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই।

Published by
News Desk

আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট, দেরিতে এফআইআর ও ক্রাইম সিন বিকৃত করার অভিযোগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। তাঁদের আদালতে পেশ করে হেফাজতে চাইবে সিবিআই।

এর আগে সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। এবার আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হলেন তিনি। এই ঘটনায় যে তৎপরতা হাসপাতাল কর্তৃপক্ষের দেখানো উচিত ছিল তা দেখানো হয়নি বলেই মনে করছে সিবিআই।

বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে ২ জনের বিরুদ্ধে। টালা থানার ওসিকে ৮ বার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অবশেষে শনিবার প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। রাতেই তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

এই গ্রেফতারির পর জুনিয়র চিকিৎসকেরা খুশি ব্যক্ত করেন। বিচারের দাবিতে তাঁদের আন্দোলন যে গতি পেল তা এদিন স্বাস্থ্য ভবনের আন্দোলনস্থল থেকেই স্পষ্ট করেন তাঁরা। তাঁদের ৩৫ দিন ধরে চলা লড়াই একটা জায়গা পেল বলেই মনে করছেন চিকিৎসকেরা।

অন্যদিকে কালীঘাটে কেন বৈঠক ভেস্তে গেল তার ব্যাখ্যাও দেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের দাবি স্বদিচ্ছার অভাব সরকারের। তাঁরা চাইছিলেন বৈঠক করতে।

এদিন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনস্থলে আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেফতারির খবর পৌঁছতেই খুশির হাওয়া বয়ে যায়। তাঁদের আশা আগামী দিনে এই ঘটনায় যুক্ত আরও নাম সামনে আসতে পারে।

Share
Published by
News Desk

Recent Posts